আবারো করোনা আক্রান্ত প্রবাসী কল্যাণ মন্ত্রী
সাদাকালো নিউজ
আবারো করোনা আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
রোববার (২৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ করোনা আক্রান্ত। নমুনা পরীক্ষার পর শনিবার (২৩ জুলাই) রাতে তাঁর রিপোর্টে করোনা পজিটিভ আসে। মন্ত্রী নিজ বাসাতেই বিশ্রামে রয়েছেন।
এর আগেও দুই বার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এবার শারীরিক অবস্থা একটু বেশি খারাপ বলে জানিয়েছেন মন্ত্রী। দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।