আওয়ামী লীগ নেত্রীর অনন্য কীর্তি
সাদাকালো নিউজ
টানা দেড় বছরের প্রচেষ্টায় নিজ হাতে পবিত্র কোরআন শরীফ লিখে শেষ করেছেন সাবেক ছাত্রলীগ ও বর্তমানে আওয়ামী লীগের নেত্রী জারিন তাসনিম দিয়া। গতবছর করোনায় ঘরবন্দি হয়ে থাকার সময় তিনি এই কোরআন লেখা শুরু করেন। দেড় বছর লেখার পর ৩০ পারার ১১৪টি সূরায় তিনি লিখে শেষ করেন।
জারিন তাসনিম দিয়া বর্তমানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য। তাঁর বাড়ি জামালপুরের সদরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন।
ইসলাম ধর্মের প্রতি অগাধ বিশ্বাস ও আল্লাহ পাকের প্রতি ভালোবাসা থেকে এই অসাধ্য সাধন করেছেন দিয়া। নিজ হাতে লেখা সেই পান্ডুলিপিগুলো বাধাই করে রূপ দিয়েছেন পূর্ণাঙ্গ কোরআনে। এখন দেশের ৫০০টি মডেল মসজিদে তিনি তাঁর হস্তলিখিত কোরআন উপহার দিতে চান।
তাসনিম দিয়া জানান, এই কাজে তাঁকে সব থেকে বেশি উৎসাহ দিয়েছেন তাঁর বাবা-মা। ঘরে টানিয়ে রাখার জন্য আয়তাল কুরসি লেখার পর তিনি এই পবিত্র কাজের অনুপ্রেরণা পান।
শিক্ষাজীবনে কখনো মাদ্রাসায় পড়েননি বলেও জানান দিয়া। শুধুমাত্র আল্লাহ পাকের প্রতি ভালোবাসা থেকেই তাঁর এই অভিনব উদ্যোগ।