অভিনেত্রী রাশমিরেখার রহস্যজনক প্রয়াণ
আমিরুল ইসলাম
ছোট পর্দার সুপরিচিত অভিনেত্রী রাশমিরেখা ওঝার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। ভারতের ভুবনেশ্বরের নয়াপল্লী এলাকার একটি ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় ছিল তাঁর দেহ। তবে ঠিক কি কারণে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন তা নিশ্চিত হওয়া যায়নি। কেউ কি তাঁকে শেষ করে দিয়েছে, নাকি নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি স্থানীয় পুলিশ।
পুলিশের সূত্র দিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ১৮ই জুন দুপুরের দিকে রাশমিরেখার ঝুলন্ত দেহ উদ্ধার করে ওড়িশার পুলিশ। ভাড়া বাসার মালিক প্রথম তাঁকে এমন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে অভিনেত্রীর দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান তিনি আর নেই। এভাবে তাঁর চলে যাওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নয়াপল্লী এলাকার ওই বাসা কিছুদিন আগে ভাড়া নিয়েছিলেন রাশমিরেখা। তাঁর সঙ্গে ছিলেন সন্তোষ নামে এক বন্ধু। তাঁরা সেখানে লিভ-ইন সম্পর্কে থাকতেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পেয়েছে আইনের লোকেরা। সেখানে লেখা রয়েছে, ‘আমার শেষ হয়ে যাওয়ার পেছনে কেউ দায়ী নই’। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্ট হাতে আসার পরই সঠিক কারণ জানা যাবে, বলছে পুলিশ।
এদিকে রাশমিরেখার বাবার অভিযোগ, তাঁর এভাবে চলে যাওয়া স্বাভাবিক নয়। এর পেছনে লিভ-ইন পার্টনার সন্তোষের হাত রয়েছে। বাবার ভাষ্য, ‘১৮ জুন রাশমিরেখাকে আমরা বারবার ফোন করি কিন্তু সে ফোন ধরেনি।