অব্যবহৃত জমি লিজ দেবে ইনটেক
সাদাকালো নিউজ
তারল্য সংকট চলছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডে। এ কারণে কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের অব্যবহৃত জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি ময়মনসিংহের তরাকান্দায় ৩০ একর জমি লিজ দেবে। বছরে প্রতি একর জমিতে ৭০ হাজার টাকায় লিজ দেবে ইনটেক লিমিটেড। কোম্পানিটি আগামী ৫ বছরের জন্য অর্থাৎ ২০২৩ সালের মার্চ থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বাস এগ্রো ফিজারিজ লিমিটেডের কাছে জমি লিজ দেবে।
শেয়ারবাজারে ইনটেক লিমিটেড ২০০২ সালে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানির শেয়ার বুধবার সর্বশেষ ২১.৫০ টাকায় লেনদেন হয়েছে।