৭ বছরে ইয়েমেন ১০ হাজার শিশু হতাহত: ইউনিসেফ
সাদাকালো নিউজ
২০১৫ সালে শুরু হওয়া সাত বছর ধরে চলমান ইয়েমেনে যুদ্ধে হতাহত হয়েছে ১০ হাজারের বেশি শিশু।
জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল–ইউনিসেফের এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে। তবে প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে ধারণা করছে সংস্থাটি।
গতকাল শনিবার প্রকাশিত এই প্রতিবেদনে ইউনিসেফ বলেছে, ইয়েমেনে গত বছর থেকে জোরালভাবে লড়াই শুরু হয়ে তা এ বছরও অব্যাহত আছে। আর চলমান এই যুদ্ধে প্রধান এবং সবচেয়ে বেশি ক্ষতিরগ্রস্ত হচ্ছে শিশুরা।
সংস্থাটি বলেছে, ইয়েমেন ইতমধ্যে সহিংসতা, কষ্ট এবং বঞ্চনার এক সাধারণ ক্ষেত্র হয়ে উঠেছে । যার কারনে দেশের লাখ লাখ পরিবার এবং তাঁদের শিশুরা সর্বোচ্চ ভোগান্তির শিকার হচ্ছে।
এমন পরিস্থিতিতে এ অঞ্চলে শান্তি নিশ্চিত করতে একটি টেকসই রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার এখন বড় সময় বলে জানায় সংস্থাটি ।
এছাড়াও, ইয়েমেনে যুদ্ধ বন্ধ করে সাধারণ মানষের জীবন রক্ষায় উভয়পক্ষের প্রতি এবং তাদের প্রভাবিত করতে পারে—এমন সবার প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ। পাশাপাশি সব সময় শিশুদের নিরাপত্তা, মঙ্গল এবং সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে সংস্থাটি।