৪০ ঘণ্টা পর কবি রেজা সারোয়ারের দাফন!
সাদাকালো নিউজ
গত সোমবার ভোর সোয়া চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিভৃতচারী সুফী কবি রেজা সারোয়ার। কিন্তু তাঁর দাফন সম্পন্ন করতে পেরিয়ে যায় প্রায় ৪০ ঘণ্টা। সবশেষ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শায়িত করা হয় রেজা সারোয়ারকে।
জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে দেড় দিনেরও বেশি সময় রেজা সারোয়ারের নিথর দেহ পড়ে ছিল ফ্রিজার ভ্যানে। এসময় সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে জড়ান পরিবারের সদস্যরা।
রেজা সারোয়ারের স্ত্রী ও সন্তানেরা চাইছিলেন রাজধানীর গুলশানের শাহজাদপুরের নিজেদের বাড়ির নিচতলায় যেখানে রেজা সারোয়ারের কার্যালয় ছিল, সেই জায়গায় সমাহিত করতে। কেননা রেজা সারোয়ারের শেষ ইচ্ছেও ছিল এটি।
এসময় রেজা সারোয়ারের বোনেরা বাড়িতে সমাহিত করার সিদ্ধান্তে ঘোর আপত্তি জানান। তাঁদের দাবি, এই বাড়িটি রেজা সারোয়ারের একার নন। তাছাড়া বাড়ির ভেতরে কবর থাকলে ভবিষ্যতে এখানে থাকা তাঁদের জন্য অস্বস্তিকর হবে।
এ নিয়েই সোমবার দিনভর দুপক্ষের দ্বন্দ্ব চলে। পরে রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা আলোচনার মাধ্যমে দেহ বাড়ির বাইরে সমাহিত করতে রেজা সারোয়ারের স্ত্রী-সন্তানদের রাজি করান।