১৪ বছর পর মান্নার কবর সংস্কার নিয়ে মুখ খুললেন স্ত্রী
নাফিজা আক্তার
শীর্ষে থাকা অবস্থায় ১৪ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমার ব্যবসাসফল চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার মান্না। পরে তার দেহ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার বাগানবাড়ির নিজ পারিবারিক সমাধি স্থলে সমাহিত করা হয়। কিন্তু তার সেই সমাধিস্থল পড়েছিলো অনাদরে। এর আগে মান্নার সমাধিস্থল পাকাকরণ করার জন্য তার ভক্তরা দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু পারিবারিক সেই জায়গা নিচু হওয়ার কারণে সমাধি সংস্কার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মান্নার পরিবার জানায়, কয়েকবার সমাধিস্থলটি মাটি দিয়ে উঁচু করা হয়েছিলো। কিন্তু জায়গাটি নিচু হওয়ার কারণে বারবার ডেবে যাচ্ছিলো। অনেক চেষ্টার পর সমাধির জায়গা সংস্কার করা হয়েছে।
এদিকে মান্নার চলে যাওয়ার ১৪ বছর পর তার জন্মস্থানে তেমন কোন কর্মসূচি হতে দেখা যায়নি। তবে মান্নার স্ত্রী শেলী মান্না ১৬ ফেব্রুয়ারি বাদ আসর মান্নার সমাধিস্থলের জায়গায় দোয়ার আয়োজন করে। ফুলের শ্রদ্ধা জানিয়ে জিয়ারত করেন। দোয়া শেষে তোবারক বিতরণ করেন। শেলী মান্না বলেন, ‘নিজ উদ্দোগে সমাধির সংস্কার করেছি। মান্না একজন কিংবদন্তী এ কারণে এখানে তার অনেক ভক্তরা আসেন। তাদের সবাইকে এখানে জিয়ারত করার সুযোগ করে দিতে হবে।’
সাদাকালো নিউজের পক্ষ থেকে সরেজমিনে মান্নার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, মান্নার চলে যাওয়ার ১৪তম যুগ স্মরণে নেই কোন কর্মসূচি। দূর দূরান্ত থেকে মান্নার সমাধিস্থলে এসেছেন অনেক ভক্ত। অনেকে আবার কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন। মান্না সম্পর্কে শুভ নামে এক ভক্ত বলেন, ‘মান্নার সিনেমা দেখতে দেখতে বড় হয়েছি। আজকের এই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলো আমার প্রিয় নায়ক। কিন্তু তার সমাধিস্থলে কোনো আয়োজন নেই। এতো বড় মাপের একজন মানুষের সমাধিস্থল এভাবে সথাকতে পারে না। আমি খুব ব্যথিত।’