হেলেনা জাহাঙ্গীর সেফুদা সম্পর্ক, কীভাবে তৈরি হয়?
সাদাকালো নিউজ ডেস্ক
ঢাকায় বসে এভাবেই হেলেনা জাহাঙ্গীর যোগযোগ রাখতেন অস্ট্রিয়া প্রবাসী বিতর্কিত সেফুদার সঙ্গে। র্যাব বলছে, সোশাল মিডিয়ায় নানা মন্তব্য করে আলোচনার জন্ম দেয়া অস্ট্রিয়া প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদার সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের ও লেনদেনও ছিল। সেফুদা হেলেনা জাহাঙ্গীকে নাতনি হিসাবে সম্বোধন করতেন।