হিজাবের বাহারি স্টাইলে নজর কাড়ছেন সানা খান
জহুরা প্রিতু
গত বছরের নভেম্বরে মুফতি আনাস সায়াদকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সানা খান। ধর্মের টানে ছাড়েন বিনোদন জগৎ। বেছে নেন সাদামাটা জীবন। ধর্মভীরু হয়ে জীবনযাপন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।
বিয়ের পর থেকে সব সময়ই তাকে দেখা গেছে বোরকা-হিজাব পরিহিত অবস্থায়। মডেস্ট ফ্যাশনে সবারই নজর কেড়েছে সানা খানের স্টাইল। যা তার ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই দেখা যায়।
তার নজরকাড়া বোরকা ও হিজাব স্টাইল দেখে মডেস্টপ্রেমীরা বেশ অনুপ্রাণিত। তার ইনস্টাগ্রাম কমেন্টসে বেশিরভাগ অনুসারীরাই ‘মাশাআল্লাহ’, ‘বিউটিফুল’, গর্জিয়াস’ বলে থাকেন।
এছাড়াও বোরকা ও হিজাব নিয়েও প্রশংসাসূচক মন্তব্য পেয়ে থাকেন সানা খান। সম্প্রতি স্বামীর সঙ্গে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন সানা। সেখানে গিয়ে সানা যে হিজাব লুকে ছিলেন তা নেটিজেনদের নজর কাড়ে।
তার এসব হিজাব লুক অনেক মুসলিম নারীকেই অনুপ্রাণিত করেছে। দেখে নেয়া যাক সানা খানের বাহারি হিজাব স্টাইল।
মাল্টিকালারের আবায়া ও হিজাব
মাল্টিকালারের আবায়া ও হিজাবে সানা খানকে খুব মানায়। কালো রঙের একটি হিজাবের উপর মাল্টিকালারের একটি হিজাব দিয়ে অনকটা টুপির মতো পরেছেন তিনি।
একরঙা গাউন-হিজাব
একরঙা গাউন বা বোরকার সঙ্গে ম্যাচিং হিজাবে সাধারণ লুকেও অসাধারণ দেখাচ্ছে সানাকে।
পোশাকের সঙ্গে ম্যাচিং হিজাব
গাঢ় খয়েরিরঙা শারারা ড্রেসের সঙ্গে ম্যাচিং হিজাবে সত্যিই অনন্যা দেখাচ্ছে তাকে।
গরমে হালকা রঙের হিজাব
গরমে স্বস্তি পেতে হালকা গোলাপিরঙা বোরকা ও হিজাব পরতে পছন্দ করেন সানা। দিনের বেলায় হালকা রঙের পোশাক পরা উচিত সবারই। মালদ্বীপ ভ্রমণে এই লুকে দেখা গেছে সানাকে।
সাদা-কালো হিজাবেও অনন্য
স্বামী আনাস সায়াদের সঙ্গে দুবাই ভ্রমণে সানা পরেছিলেন কালো ও সাদা হিজাব। দেখতেই পাচ্ছেন, সাদা রঙের গাউনের সঙ্গে সানা ম্যাচিং হিজাব এমনকি জুতাও পরেছেন সাদা। কালো হিজাবেও অসাধারণ দেখাচ্ছে তাকে।
নজরকাড়া বেগুনি হিজাবে
সিল্কের একরঙা বোরকার সঙ্গে জর্জেটের হিজাবে সানা সেদিন মালদ্বীপের সমুদ্রপাড়ে বসেছিলেন। এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘সৈকতে সময় কাটাচ্ছি’।
টকটকে সবুজ
মালদ্বীপ ভ্রমণে তোলা স্বামীর সঙ্গে সানার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ছবিতে দেখতেই পাচ্ছেন সবুজরঙা খিমারে কতটা সুন্দর লাগছে সানাকে।
সোনালির সঙ্গে কালো
সোনালি রঙের গাউনের সঙ্গে কালো হিজাবে অসাধারণ দেখাচ্ছে সানাকে।
সালমান খানের ‘জয় হো’ ছবির নায়িকা সানা বিগ বসে অংশ নেয়ার পর লাইমলাইটে আসেন। তবে ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান। বিগ বস ছাড়াও, সানা ‘খাতরন কে খিলাড়ি’ ও ‘কিচেন চ্যাম্পিয়ন ৫’ টিভি শোতে অংশ নিয়েছেন।