হানিমুনের রোমান্টিক ছবি শেয়ার করলেন মিম
নাফিজা আক্তার
বিয়ের দেড় মাস পর হানিমুন কাটাতে মালদ্বীপে গেছেন মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তাঁরা আছেন মালদ্বীপের হুরুলহি দ্বীপে। গত ৪ জানুয়ারি জমকালো আয়োজনে ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেছিলেন মিম। অবশেষে ১৫ ফেব্রুয়ারি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে মালদ্বীপে উড়াল দেন নবদম্পতি। সেখান থেকে দেশের একটি গণমাধ্যমকে মিম জানিয়েছেন, সুন্দর মুহূর্তগুলো বন্দী করে রাখতে পেশাদার ফটোগ্রাফার দিয়ে নিজেদের ছবি তুলছেন ঘণ্টার পর ঘণ্টা। কিছু ছবি শেয়ারও করেছেন এই তারকা। চলুন দেখি মিম ও সনি পোদ্দার দম্পতির বাছাই করা কিছু ছবি।
মিমরা আছেন মালদ্বীপের হুরুলহি দ্বীপে। মূল শহর থেকে সি-প্লেনে আধা ঘণ্টার পথ এ দ্বীপ। দ্বীপের চারধার দিয়ে সমুদ্রের নীল জল, মাঝখানে একটি অবকাশকেন্দ্র। সময়টা খুবই উপভোগ করছেন মিম ও সনি পোদ্দার দম্পতি। সমুদ্রের ঢেউ আর পাখির ডাকেই সকালে ঘুম ভাঙে মিম-সনির। খুব সকালে ওঠার পর তারা অনেকক্ষণ ধরে সাঁতার কাটেন। এরপর নাস্তা সেরে বেরিয়ে পড়েন ঘোরার জন্য। নিজেদের মোবাইলে ছবি তোলার পাশাপাশি আলাদা ফটোগ্রাফারও ভাড়া করেছেন।
মিম জানালেন, সময় কাটানোর জন্য এত সুন্দর জায়গা আর দেখা হয়নি তাঁর। এ কারণে সুন্দর সুন্দর জায়গা বেছে নিয়ে দুজন দুজনের ছবি তুলছেন। হুরুলহি দ্বীপে কোনো শপিং মল কিংবা বাজার নেই। তাই ঘুমানো, খাওয়াদাওয়া আর ঘুরে বেড়ানো ছাড়া এখানে মিম-সনির কোনো কাজ নেই। এই একান্ত অবসরটাই প্রাণখুলে উপভোগ করছেন তারা। চারটি পোশাক পরিবর্তন করে ছবি তুলেছেন মিমরা।