হাত হারানো ফাল্গুনিকে যেভাবে জয় করেছেন সুব্রত
নাফিজা আক্তার
মাত্র ৫ বছর বয়সে বাড়ির ছাদে বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে হাত পুড়ে য়ায় ফাল্গুনি সাহার। সেই সাথে পুড়ে যায় কাউকে ভালোবাসার স্বপ্নও। কারণ দুই হাত ছাড়া কোন মানুষকে কেউ ভালোবাসবে, বিয়ে করবে, এটা কল্পনাই করেননি ফাল্গুনি। কিন্তু সেই ফাল্গুনির প্রেমে পড়ে যান সুব্রত মিত্র। এ ধরনের ভালোবাসা স্থায়ী হয় না বলে পরিবার ও বন্ধুরা সাবধান করেছিলো ফাল্গুনিকে। তারা বলেছে, ‘ও দুই দিন পর চলে যাবে, আজকাল এমনই হয়’। তবে সবার সন্দেহকে ভুল প্রমাণ করেছে সুব্রত-ফাল্গুনি ভালোবাসা।
২০২১ সালের ডিসেম্বর মাসে ফাল্গুনিকে বিয়ে করেন সুব্রত। তবে এই বিয়েতে মত ছিল না সুব্রতর পরিবার ও স্বজনদের। এ কারণে বিয়ের পরেও সুব্রতকে শুনতে হয়, ‘নিশ্চয়ই মেয়ের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, এ জন্য এমন কাউকে বিয়ে করেছে’। ফাল্গুনী এখন বরিশাল নগরীর বিএমকলেজ রোড এলাকায় বসবাস করেন। তিনি পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার সদরের বাসিন্দা। ব্র্যাক বরিশাল শাখার অফিসে সহকারী প্রশাসনিক কর্তকর্তা হিসেবে আছেন ফাল্গুনি।
উন্নয়ন সংস্থা কোডেক পটুয়াখালী শাখার মাঠ কর্মকর্তা সুব্রত মিত্রর সাথে সাত পাকে বাঁধা পড়েন ফাল্গুনি। উভয় পরিবারের সম্মতিতেই এই বিয়ে হয়েছে বলে জানান তারা। এ বিয়ে দেখতে স্থানীয় উৎসুক মানুষও জড়ো হয়েছিলেন। এ সময়ে বর সুব্রত মিত্রর মহানুভবতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশংসাও করেন তারা।