সয়াবিন ও পাম তেলে ভ্যাট প্রত্যাহার
সাদাকালো নিউজ
দাম ও সরবরাহ সংকটে বাজার অস্থির করে রাখা সয়াবিন ও পাম তেলে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। নিত্যপণ্যটির ওপর ব্যবসায়ী ও উৎপাদন পর্যায়ে সমুদয় ভ্যাট প্রত্যাহার করে এসআরও জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত ওই এসআরওতে আগামী ৩০ জুন পর্যন্ত ভ্যাট প্রত্যাহার বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্যের ঊর্ধগতি থামাতে কোন পণ্যে কত ভ্যাট প্রত্যাহার করা হবে তা জানার জন্য এনবিআরের এসআরও জারি হওয়া পর্যন্ত অপেক্ষার কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ওই ভ্যাট দিতে হবে না। যদিও অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত থাকছে।
এদিকে সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ভোজ্যতেলের উৎপাদন, আমদানি ও ভোক্তা—এ তিন পর্যায়ে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে, এটি ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী।
অবশ্য এনবিআর ৩০ জুন পর্যন্ত ভোজ্যতেলের ওপর পুরোপুরি ভ্যাট প্রত্যাহার করে এসআরও বা আদেশ জারি করেছে। এর আগে গত বৃহস্পতিবার ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।