স্নান পোশাকে আবেদনময়ী রূপে ভাইরাল সামান্থা
নাফিজা আক্তার
ভারতীয় দক্ষিণি সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বর্তমানে ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের পর থেকে আলোচনায় থাকা এই তারকা একের পর এক কাজ দিয়ে বাজিমাত করে চলেছেন। সিনেমা, ওয়েব কনটেন্টের পাশাপাশি এবার আইটেম গার্ল হয়েও দর্শকদের মাতিয়েছেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা’। এ ছবিতে ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে কোমর দুলিয়েছেন সামান্থা। গত ১৮ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি। প্রকাশের পর থেকেই গানটি নেটদুনিয়ায় ঝড় তুলেছে। বর্তমানে সামান্থার সেই গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপরে রয়েছে।
গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’র তালিকা প্রকাশ করে। যেটি তৈরি করা হয়েছে শ্রোতাদর্শকের মতামতের ওপর ভিত্তি করে। সেই তালিকাতেও শীর্ষে রয়েছে গানটি। ইউটিউবে গানটি এ পর্যন্ত দেখা হয়েছে চার কোটিরও বেশিবার। তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। লিখেছেন রাকীব আলম।
কাজ থেকে ছুটি নিয়ে আপাতত গোয়ায় ছুটি কাটাচ্ছেন সামান্থা। সেখানকার কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোতে দেখা গেছে, জলের মধ্যে স্নানপোশাক পরে গায়ে রোদ মেখে নিচ্ছেন নায়িকা। তার হাসি যেন থামতেই চাইছে না। রংবাহারি স্নানপোশাকে চেনা ছকের কিছুটা বাইরে তিনি। আর সেই মুহূর্তের কিছু ছবি ক্যামেরাবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামান্থা নিজেই।
সিনেমা ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে খোলামেলা দৃশ্যে অভিনয় করার কারণে বিচ্ছেদ হয় নাগা চৈতন্য ও সামান্থার। আবার বাড়ির বউকে কোনোভাবেই আপত্তিকর পোশাকে দেখতে নারাজ ছিলো পরিবার। কিন্তু শ্বশুরবাড়ির এই নির্দেশ অমান্য করে ‘ফ্যামিলি ম্যান টু’তে’ খোলামেলা দৃশ্যে অভিনয় করেন তিনি। এর ফলেই নাগার সঙ্গে বিচ্ছেদ হয় তার। আপাতত সব বিতর্ক, সমালোচনা উড়িয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা।