স্ত্রীসহ গোপনে দেশত্যাগের চেষ্টা ইভ্যালি এমডির; নিষেধাজ্ঞা দিল দুদক
সাদাকালো নিউজ ডেস্ক
দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। সংস্থাটি বলছে এরইমধ্যে ইভ্যালির শীর্ষ দুজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুদক বলছে, ইভ্যালির বিরুদ্ধে আসা অভিযোগের অনুসন্ধানকালে তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরীন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল গোপনে দেশত্যাগের চেষ্টা চালাচ্ছেন। দুদক মনে করছে অনুসন্ধান চলাকালীন অবস্থায় তারা যদি দেশ ত্যাগ করেন তাহলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। এ কারনে তাদের দেশ ত্যাগের নিজেধাজ্ঞা জারি করা হয়।