সুবোধ এখন সিলেটে!
নাফিজা আক্তার
রাজধানী ঢাকার দেয়ালে দেয়ালে ২০১৭ সালে আঁকা সেই সুবোধের গ্রাফিতি আবার ফিরে এসেছে। এবার আর ঢাকায় নয়, প্রতিবাদী এ গ্রাফিতির দেখা মিলল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন একটি বাসভবনের দেয়ালে। তবে এত দিনকার চিরপরিচিত পলায়নরত সুবোধকে সেখানে দেখা যায়নি। নতুন আঁকা এ গ্রাফিতিতে দেখা যাচ্ছে, হাস্যোজ্জ্বল সুবোধ টেলিফোনে কথা বলছেন। টেলিফোন সংযোগের অপর প্রান্তে ইংরেজিতে লোগো আকারে লেখা ‘হবে কি?’।
সরেজমিনে দেখা গেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়টি সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে অবস্থিত। শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রায় আধা কিলোমিটার আগে বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট সেক্টরের অবস্থান। বিজিবির এ দপ্তরের বিপরীতে একটি বাসার দেয়ালে সুবোধের গ্রাফিতি আঁকা হয়েছে। এতে হাস্যোজ্জ্বল সুবোধকে টেলিফোনে কথা বলতে দেখা যাচ্ছে। টেলিফোনের দীর্ঘ সংযোগ তারের অপর প্রান্তটি ইংরেজিতে লেখা ‘HOBEKI?’ এর সঙ্গে যুক্ত। সেই ‘হবেকি’ শব্দের ইংরেজি ‘o’ অক্ষরটি লাল রঙে ভরাট করা রয়েছে। সেই অক্ষরের সঙ্গেই টেলিফোনের তারটি সংযুক্ত করে দেওয়া আছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা এই গ্রাফিতিটি এঁকেছেন, তা তাঁরা জানেন না। পরদিন বুধবার সকালে এ গ্রাফিতি সবার চোখে পড়ে। ঠিক কী কারণে এ গ্রাফিতি আঁকা হয়েছে, সেটা কেউই বলতে পারছেন না।