সুনিল শেঠির পরিবারে জোড়া বিয়ে!
রাকিবুল ইসলাম
কিছুদিন ধরে বলিউডে বিয়ের মৌসুম চলছে। টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সিনেমার বিভিন্ন অভিনেতা অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসছেন। এর মধ্যে চর্চায় রয়েছে মৌনি রায়, রণবীর-আলিয়া, মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের বিয়ে। এবার এই তালিকায় যোগ হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনিল শেটির পরিবার।
ভারতীয় একটি সংবাদ মাধ্যম দাবি করেছে, একসঙ্গে সাতপাকে ঘুরতে চলেছেন সুনিল শেঠির ছেলে অহন শেঠি এবং মেয়ে আথিয়া শেঠি। তবে বি-টাউনে এমন গুঞ্জন বাড়তে দেয়ার আগেই এই বিষয়ে মুখ খুলেছেন বাবা সুনিল শেঠি।
বিয়ের দাবি করা সেই সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেতা। ওই প্রতিবেদনটি টুইট করে সুনিল শেঠি লেখেন, ‘এই প্রতিবেদনটা দেখলাম, কিন্তু বুঝতে পারলাম না কষ্ট পাব নাকি অবাক হব। আমি বুঝতে পারি না তথ্য যাচাই না করেই সংবাদ মাধ্যমগুলোর এমন খবর প্রকাশ করার এতো তাড়া থাকে কেন? এই ধরনের দায়িত্বজ্ঞানহীনের মতো সাংবাদিকতাই সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে আঘাত করছে।’
কি এমন ছিলো প্রতিবেদনটিতে যার জন্য এতো ক্ষেপে গেলেন সুনিল শেটি। সেখানে দাবি করা হয়েছিল, চলতি বছরেই প্রেমিক ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন আথিয়া। অপরদিকে আথিয়ার ভাই আহানও নাকি প্রেমিকা তানিয়া শ্রফকে বিয়ে করছেন চলতি বছরেই। দুই ভাই বোনের কেউই নিজেদের সম্পর্কটা লুকিয়ে রাখেননি। তাই তাঁদের বিয়ের গুঞ্জনও ছড়াতে দেরি হয়নি।
আর এই ভুয়া খবরের জন্যই ক্ষুব্ধ হয়েছেন সুনিল। আহানের মুখপাত্র জানিয়েছেন, তাঁর বিয়ে সংক্রান্ত গুজব একেবারেই ভিত্তিহীন। সদ্য বলিউডে ডেবিউ করেছেন আহান। প্রায় এক দশক ধরে তানিয়ার সঙ্গে সম্পর্কে থাকলেও এখনি নাকি বিয়ের কথা ভাবছেন না তারা।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে আথিয়া শেট্টির সম্পর্কটাও ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। দুজনের কেউই বিষয়টা নিয়ে সর্বসমক্ষে মন্তব্য না করলেও সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে রাহুলের সঙ্গী হয়েছিলেন আথিয়া।