সুদর্শন পুরুষ কে এই কিম তাহিয়ুং ওরফে ভি?
আমিরুল ইসলাম
আপনি নিশ্চয়ই বিশ্ব সুন্দরীদের গল্প শুনেছেন। কিন্তু কখনও কি বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ সম্পর্কে শুনেছেন? তাহলে জেনে নিন এবার বিশ্বের সবচেয়ে সুদর্শন মুখের গল্প। এই সুদর্শন পুরুষদের শুধু চেহারা দেখে বিচার করা হয়নি। বিচারের তালিকায় ছিল তাঁদের ব্যক্তিত্ব ও গ্রহণযোগ্যতা।
গত দুই বছর ধরে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের খেতাব দখলে রেখেছিলেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। তালিকায় সেরা পাঁচে ছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশনও। তিনি এশিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন। কিন্তু সবই এখন অতীত। কারণ, প্যাটিনসন-হৃত্বিকদের পেছনে ফেলে বিশ্বের সেরা সুদর্শন পুরুষের জায়গাটি দখলে নিয়েছেন কিম তাহিয়ুং ওরফে ভি নামে এক যুবক। কিন্তু কে এই ভি?
দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় ব্যান্ড দল বিটিএসের বিশ্বজুড়ে জনপ্রিয়তা রয়েছে। এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড বলে বিবেচনা করা হয়। তাহিয়ুং সে দলেরই গায়ক। গানের জগতে যিনি ‘ভি’ নামে সুপরিচিত। সেই কিম তাহিয়ুং ওরফে ‘ভি’ই হয়েছেন এ বছরের অর্থাৎ ২০২২ সালের সবচেয়ে সুদর্শন পুরুষ। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সিলাইন ফ্যাশন শোতে দেখা গেছে ২৬ বছর বয়সী ‘বিটিএস’ গায়ককে।