সিনেমা ইন্ডাস্ট্রির দ্বন্দ্ব মেটাতে নতুন দায়িত্বে ইলিয়াস-নিপুন
নাফিজা আক্তার
সম্প্রতি সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে একে অপরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এমন পরিস্থিতিতে ফের চলচ্চিত্র পরিবার সক্রিয় হয়েছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতিকে নতুনভাবে যুক্ত করে চলচ্চিত্রের মোট ১৯টি সংগঠন নিয়ে গঠিত হয়েছে এর আহ্বায়ক কমিটি।
গেল বুধবার বিএফডিসিতে পরিচালক সমিতির স্টাডি রুমে এক জরুরি বৈঠকে এই কমিটি গঠন করা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কিংবদন্তি অভিনেতা আলমগীর। আহ্বায়ক কমিটিতে বড় দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী চিত্রনায়িকা নিপুন আক্তারও।
এর মধ্যে ইলিয়াস কাঞ্চন আছেন কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে। আর চিত্রনায়িকা নিপুন আক্তারকে দেওয়া হয়েছে সদস্য সচিবের দায়িত্ব। তার সঙ্গে এই দায়িত্বে আরও আছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন এবং চলচ্চিত্র গ্রাহক সংস্থার মহাসচিব আসাদুজ্জামান মজনু।
আহ্বায়ক কমিটি সূত্রে জানা গেছে, শিগগিরই তারা বৈঠকে বসে দেশের সিনেমার হল পরিস্থিতি এবং সিনেমার নানা রকম সংকট সমাধানে পরিকল্পনা করবেন।
এদিকে, আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে বন্ধ হয়ে গেল ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। ২০১৭ সালে চিত্রনায়ক ফারুককে আহ্বায়ক করে এ পরিবার যাত্রা শুরু করেছিল। যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ ও বিদেশি ছবি আমদানিতে অনিয়মের প্রতিবাদে এই পরিবার গঠিত হয়েছিল। এরপর চলচ্চিত্রের নানা সংকটে এই পরিবারকে ভূমিকা রাখতে দেখা যায়।