সার্কাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী মুনমুন!
নাফিজা আক্তার
চলচ্চিত্র থেকে কিছুটা দূরে থাকলেও নিয়মিতই নানা অনুষ্ঠানে ব্যস্ত থাকেন অভিনেত্রী মুনমুন। করোনার কারণে গত দুই বছর তেমন একটা কাজ ছিল না। শুটিং বা অন্য আয়োজনগুলোও কম ছিল। গত দুই বছর অভিনেত্রী মুনমুনের ওজন বেড়েছে ৮ কেজি। এ নিয়ে বেশ চিন্তিত তিনি।
দীর্ঘদিন পর আবার দেশের নানা প্রান্তে সার্কাস শুরু হয়েছে। কিন্তু সেসব অনুষ্ঠানে নাচতে গিয়ে বাড়তি কষ্ট হয় তাঁর। তবে এর সমাধানও তিনি ঠিক করেছেন। নিয়মিত নেচেই তিনি ওজন কমানোর পরিকল্পনা করেছেন। কারণ, এই নাচই এখন তাঁর বড় অবলম্বন।
অভিনেত্রী বলেন, ‘দীর্ঘ দুই বছর কাজ নেই। সরকার থেকে মাঠপর্যায়ে সব অনুষ্ঠান বন্ধ ছিল। নিয়ম মেনে কোনো কিছুতেই অংশ নিইনি। অভিনয়ের বাইরে সার্কাস আমার আয়ের প্রধান উৎস। এজন্য অনেক সংগ্রাম করে দুই বছর জীবন যাপন করতে হয়েছে। গত মাস থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা ও সিলেটে কিছু মেলা হয়েছিল। সেখানে সার্কাসে আমাদের পারফরম্যান্স ছিল। ঈদের পর থেকে টানা সার্কাসে শো করব।’
মুনমুন বলেন, ‘করোনার মধ্যে আমার ৮ কেজি ওজন বেড়েছে। এই ওজন নিয়ে নাচতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে। আগে তো নিয়মিত নাচতাম। ফিটনেস ভালো ছিল। এখন ওজন কমাতে কিছুটা সময় নিচ্ছি।
আমি দর্শকদের ওপর খুশি। তাঁরা ২০০-৩০০ টাকার টিকিট কেটে আমাকে দেখতে আসেন। আমাকে দেখে চিল্লাচিল্লি করে মুনমুন বলে ডাকেন। তাঁদের ভালোবাসার জন্য বেঁচে রয়েছি।