সাপ্তাহিক লেনদেনে ১০ কোম্পানির আধিপত্য
সাদাকালো নিউজ
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট হাতবদল হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার ৬২৫ টাকার শেয়ার ও ইউনিট। এরমধ্যে শেয়ার ও ইউনিট হাতবদলের তালিকায় থাকা ১০ কোম্পানির একক আধিপত্যে লেনদেন হয়েছে ১ হাজার ১৫০ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা।
এছাড়াও গত সপ্তাহের মোট লেনদেনের ৩০.৭২ শতাংশই হয়েছে এই কোম্পানিগুলোর শেয়ারের মাধ্যমে। ডিএসইর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সোনালী পেপার, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সাইফ পাওয়ারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ইউনিয়ন ব্যাংক এবং ড্রাগন সোয়েটার।
এদের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারে। কোম্পানিটির ২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৪২৮টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৩৭৭ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ১০.০৮%।
এছাড়াও সবচেয়ে বেশি লেনদেন হওয়া তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হল– বাংলাদেশ শিপিং করপোরেশনে ৪.৮৪%, সোনালি পেপারে ৩.০০%, ফরচুন সুজে ২.৬৭%, ওরিয়ন ফার্মায় ২.৪৫%, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ১.৮৫%, সাইফ পাওয়ারটেকে ১.৪৮%, আনোয়ার গ্যালভানাইজিংয়ে ১.৪৬%, ইউনিয়ন ব্যাংকে ১.৪৬% ও ড্রাগণ সোয়েটারে ১.৪৫% লেনদেন হয়েছে।