সাকিব-তামিমদের পাওয়ার হিটিং কোচ আলবি মরকেল
সাদাকালো নিউজ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা বর্তমানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকায়। সফরে গিয়ে মুমিনুল হকের নেতৃত্বাধীন টেস্ট দল অনুশীলন করছে কেপটাউনের গ্যারি কারস্টেন একাডেমিতে। আর জোহান্সবার্গের ওয়ান্ডারার্সে অনুশীলন করছে তামিম ইকবালের ওয়ানডে দল।
টাইগারদের ওয়ানডে দলের অনুশীলনে পাওয়ার হিটিং কোচ হিসেবে যুক্ত হচ্ছেন দক্ষিণ আফ্রিকান আলরাউন্ডার আলবি মরকেল। খণ্ডকালীন চুক্তিতে আজ (মঙ্গলবার) থেকে তিনি পাওয়ার হিটিং কোচ হিসেবে কাজ করবেন জাতীয় দলের সঙ্গে।
ওয়ানডে সিরিজ শুরু হবার আগে আজ থেকে দলের সঙ্গে কাজ করবে আলবি মরকেল। পাঁচদিনের জন্য টাইগারদের পাওয়ার হিটিং কোচ হলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এলবি মরকেল ছিলেন মূলত পেস বোলিং অলরাউন্ডার। আইপিএলে টানা কয়েক মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলেছেন। সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার মরনি মরকেলের ভাই এলবি মরকেল।
এদিকে কেপটাউনে গ্যারি কারস্টেনের একাডেমিতে টেস্ট দলের অনুশীলন চলবে দশ দিন। বিশ্বকাপজয়ী কোচ কারস্টেন সময় দিতে পারবেন তিন দিন। টেস্ট দলের এই অনুশীলন পর্ব তদারকিতে আছেন জাতীয় দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।