সাকিব আল হাসানকে টপকানোর চেষ্টা পরীমনির
রাকিব হাসান
এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত অভিনেত্রী পরীমনি। আর সময়ের সেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান।
পরীমনি আর সাকিব দুজন দুই আঙিনার। একজন ক্রিকেট দুনিয়া কাঁপাচ্ছেন, অন্যজন অভিনয়-ব্যক্তিজীবন নিয়ে আলোচনা সমালোচনার তুঙ্গে। তবে, এই দুই তারকার মধ্যে চলছে এক শীতল প্রতিযোগিতা। যদিও এতে তাদের কোন হাত নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে এই মুহূর্তে অনুসারীর দিক থেকে সাকিবের কাছাকাছি চলে এসেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ফেসবুক অনুসারীর দিক থেকে সাকিবকেও ছাড়িয়ে যাওয়ার পথে এগুচ্ছেন এই অভিনেত্রী।
গত কয়েক মাসে সাকিব আল হাসানের অনুসারী বাড়ার হার, পরীমনির তুলনায় অনেক কম। এই মুহুর্তে সাকিব আল হাসানের ফেসবুক অনুসারীর সংখ্যা প্রায় দেড় কোটি। অন্যদিকে ফেসবুকে পরীমনির অনুসারীর সংখ্যা ১ কোটি ৪৪ লাখেরও বেশি।
সামাজিক মাধ্যমে নিয়মিত নজর রাখেন এমন বিশেষজ্ঞরা বলছেন, বড় কোন ঘটনা না ঘটলে শিগগিরই সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ফেসবুক অনুসারীর রেকর্ড গড়বেন পরীমনি।
গত মাসে ফেসবুক অনুসারীর সংখ্যায় পরীমনি টপকে গেছেন বাংলাদেশ ক্রিকেটের আরেক বড় তারকা মুশফিকুর রহিমকে।
চলতি বছরের ৭ জুনের বোটক্লাব কাণ্ড ও ৪ আগস্ট বনানী থেকে উত্তরা হয়ে কাশিমপুরে থাকা এবং মুক্ত হয়ে ফেরার পরও বাড়ছে পরীর ভক্ত-অনুসারীর সংখ্যা। ৪ আগস্ট বিকালে লাইভে আসেন পরীমনি। সে ভিডিওটি দেখেছেন প্রায় পাঁচ কোটি দর্শক।