সপরিবারে বাড়িতে করোনা টিকা নিয়ে বিতর্কে রাসিক মেয়র
সাদাকালো নিউজ ডেস্ক
করোনা ভ্যাকসিন নিয়ে রাজশাহীর বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। বাগমারায় এক বৃদ্ধকে করোনার টিকা পুশ করেছিলেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তা নিয়ে সমালোচনা কম হয়নি। তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না রাতে স্বাস্থ্যকর্মীকে বাসায় ডেকে নিয়ে এসে টিকা নিয়েছিলেন। ওই দুই ঘটনায় শোকজ করা হয় উপজেলার স্বাস্থ্যকর্মীদের।
এসব বিতর্ক না কাটতেই এবার বাড়িতে বসে টিকা নিলেন রাজশাহী সিটি করপোরেশনে মেয়র এএইচ খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে মেয়রের উপশহরের বাড়িতে গিয়ে টিকা দিয়ে আসেন সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
মেয়র লিটন ছাড়াও টিকা নিয়েছেন তার স্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বড় মেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ কমিটির সদস্য আনিকা ফারিয়া জামান, মেয়ে জামাই রিজভী আহমেদ ভুঁইয়া, ছোট মেয়ে মাইশা সামিহা জামান। টিকা নেয়ার পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করা হয়েছে।
জানা যায়, টিকা দেয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আন্জুমান আরা বেগম । রাসিক মেয়রের সপরিবারে বাড়িতে টিকা নেওয়া প্রসঙ্গে ডা. আন্জুমান আরা বেগমের সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি। সম্ভব হয়নি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মন্তব্য নেয়াও।
বিষয়টি নিয়ে রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, কেউ বাড়িতে টিকা নিতে পারবেন না। মেয়রকে সপরিবারে কীভাবে বাড়িতে টিকা দেয়া হলো, সেটি সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ বলতে পারবে।