শোবিজে করোনার হানা, পরবর্তী শিকার কে?
নাফিজা আক্তার
২০২১ সালের শেষের দিকে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কম ছিলো। নভেম্বর-ডিসেম্বরে শনাক্ত এবং মৃত্যুর হার বাড়তে শুরু করে। শোবিজের মানুষরাও এখন একের পর এক আক্রান্ত হচ্ছেন প্রাণঘাতী এই ভাইরাসে। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার জন আব্রাহাম, আইটেম গার্ল নোরা ফাতেহি, বলিউড অভিনেত্রী কারিনা কাপুর, টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী পার্নো মিত্র, ঢালিউড অভিনেত্রী শাবনূর এবং ‘এক্স-ম্যান’ সিরিজ দিয়ে আলো ছড়ানো হলিউডের সবচেয়ে বেশি পারশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিউ জ্যাকম্যান।
অভিনেতা জন আব্রাহাম তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেন, ‘আমি তিন দিন আগে এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম। পরে জানতে পেরেছিলাম উনি কোভিড পজিটিভ। পরে আমার স্ত্রীসহ আমিও কোভিড পজিটিভ হয়েছি। আমরা দুজন ঘরের মধ্যে কোয়ারেন্টিনে আছি।’
পোস্টে জন আরও লিখেন, ‘আমরা দুজনই টিকা নিয়েছিলাম। এখন আমাদের দুজনের হালকা উপসর্গ আছে। আপনারা নিজেদের খেয়াল রাখুন। আর সুস্থ থাকুন। অবশ্যই মাস্ক পরবেন।’
গত ২৮ ডিসেম্বর করোনা পরীক্ষা করালে আইটেম গার্ল নোরা ফাতেহিরও রিপোর্ট পজিটিভ আসে। এ ব্যাপারে নোরা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেন, ‘কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে আছি। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই চলছি। আক্রান্ত হওয়ার পর থেকে বিছানা থেকে একদমই উঠতে পারছি না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক পরার পরামর্শ দিচ্ছি।’
কিছুদিন আগে করোনা আক্রান্ত হন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। নির্মাতা করন জোহরের বাড়িতে নৈশভোজের দাওয়াত খেয়ে ফেরার পরই তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তার বন্ধু অমৃতাও সেখানে ছিলেন। তিনিও কোভিড পজিটিভ হন। পরে তিনিও নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকেন।
১ জানুয়ারি কোভিডে আক্রান্ত হওয়ার খবর দেন টলিউডের সুরকার জিৎ। বলেন, করোনায় আক্রান্ত হয়েছি। মৃদু উপসর্গ রয়েছে। তবে শরীর মোটামুটি ভালো। নিজেকে আলাদা করে রেখেছি। ডাক্তারের নির্দেশ মতো চলছি। পাশাপাশি তিনি অনুরোধ করেন, ‘বিগত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে পরীক্ষা করিয়ে নিন।’
জিতের এমন খবরের কয়েক ঘণ্টা পরেই টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়েরও কোভিড আক্রান্তের খবর পাওয়া যায়। টুইট করে সৃজিত নিজেই জানান, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সবার থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’
জিৎ এবং সৃজিতের আক্রান্ত হওয়ার ঠিক পরের দিনই দ্বিতীয়বারের মতো করোনা বাসা বাঁধে অভিনেত্রী পার্নো মিত্র’র শরীরে। ইনস্টাগ্রামে এই অভিনেত্রী লিখেন, ‘একটা গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে দিতে চাই। আমি করোনা আক্রান্ত। মৃদু উপসর্গ। আমি নিভৃতবাসে। গত তিনদিনে আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দয়া করে কোয়ারেন্টাইনে থাকবেন। প্রয়োজনে পরীক্ষা করে নিন। সাবধানে থাকুন। মাস্ক পরুন।’
গত ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসাপাতালে করোনা পরীক্ষা করান ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। পরে হাসপাতাল থেকে তাকে করোনায় আক্রান্ত হওয়ার খবর দেয়া হয়। সঙ্গে সঙ্গেই আইসোলেশনে চলে যান শাবনূর। পরদিন তার শ্বাসকষ্ট শুরু হলে ২৯ ডিসেম্বর সিডনির স্থানীয় সময় বেলা দুইটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বলিউডের জনপ্রিয় অভিনেতা হিউ জ্যাকম্যান করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেতা জানান, ‘করোনায় আক্রান্ত হয়েছি। সামান্য সর্দি ও গলাব্যথা ছাড়া আর কোনো উপসর্গ নেই। আমার জানুয়ারি মাসের সব শো বাতিল করা হচ্ছে। তবে খুব শিগগিরই ফিরবো। প্রার্থনা করবেন আমার জন্য।’
বর্তমানে এই অভিনেতা নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।
এছাড়াও সম্প্রতি ম্রুণাল ঠাকুর, অর্জুন কাপুর, অংশুলা কাপুর, রিয়া কাপুর, খুশি কাপুর, সোহেল খানের স্ত্রী সীমা, সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ করোনা সংক্রমিত হয়েছেন।