শেষ বিকেলে রোমাঞ্চে ড্র করাচি টেস্ট
সাদাকালো নিউজ
যেন চতুর্থ দিনের ক্ষীণ আশা পঞ্চমদিনে পেলো পূর্ণতা। করাচির মাঠেই লেখা হলো বাবর আজমের স্থিরতা, দৃঢ়তা আর ঘুরে দাঁড়ানোর উপাখ্যান। যেন একটি টেস্টে পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা দেখতে পেলেন মুদ্রার এপিঠ-ওপিঠ।
নিজেদের প্রথম ইনিংসে অজিদের বিপক্ষে পাকিস্তানের অবস্থান ছিল একেবারে নড়বড়ে। যেন তাসের ঘর। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ৫৫৬। আর পাকিস্তান মাত্র ১৪৮ রানেই অলআউট।
ফলে বাবর আজমদের ঘরের মাঠে মুখ রক্ষার লড়াইয়ে নামতে হয়েছিল। তবে অস্ট্রেলিয়া সুযোগ পেয়েও ফলোঅনের লজ্জা দেয়নি স্বাগতিকদের।
দ্বিতীয় ইনিংসে তাই ৯৭ রান তুলেই বাবরদের হারানোর লক্ষ্য নিয়ে ইনিংস ঘোষণা করেছিল অজিরা।
তবে ক্যাপ্টেন বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান অজিদের জয়ের আশা পুরো উল্টে দিলেন। ঘুরিয়ে দিলেন গল্পের মোড়। শুরুর ব্যাটিং বিপর্যয়টা সামনে নিলেন ইস্পাত কঠিন দৃঢ়তায়।
দুইশ’ রানের খুব কাছে গিয়ে থামলেন বাবর। প্রতিকূল পরিবেশে মাথায় হিমালয়সম চাপ এবং প্রচন্ড দৃঢ়তা নিয়ে মোকাবেলা করেছেন ৪২৫ বল। সংগ্রহ করেছেন ব্যক্তিগত ১৯৬ রান। অপরপ্রান্ত আগলে রাখেন রিজওয়ান। অপরাজিত ১৭৭ বলে ১০৪ রান করেন তিনি।
ফলে পঞ্চম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৪৪৩ রান। ফলাফল ম্যাচ ড্র। ২ ম্যাচের সিরিজও শেষ পর্যন্ত থাকলো অমিমাংসিত।