শিল্পার সঙ্গে যে নতুন ইনিংস ঘোষণা করলেন রাজ
নাফিজা আক্তার
অভিনয়, বডি ফিটনেস, মডেলিং অথবা বিচারকের আসন, সবকিছু মিলিয়ে দর্শকদের চোখেচোখে থাকার চেষ্টা করেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা। তবে স্বামী রাজ কুন্দ্রার নীল ছবিরকাণ্ডও তাকে খবরের শিরোনামে এনেছে অনেকবার। আবার স্বামী রাজ কুন্দ্রাও আলোচনায় এসেছেন শিল্পার স্বামী হওয়ার কারণে।
প্রায় দুই মাস জেলের ঘানি টানার পর সেপ্টেম্বর মাসে শর্ত সাপেক্ষে জামিন পান বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। মুক্তি পাওয়ার পরেই এক রকম লাপাত্তা হয়ে গিয়েছিলেন রাজ। সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিয়েছিলেন। কিন্তু এখন নীলছবি বিতর্কের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। এখন নতুন করে জীবন সাজাতে শুরু করেছেন রাজ কুন্দ্রা।
সম্প্রতি ইনস্টাগ্রামে ফিরেছেন রাজ কুন্দ্রা। কিন্তু ফেরার আগে তাঁর পুরনো সমস্ত পোস্ট মুছে দিয়েছিলেন। এবার নতুন ভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে সাজিয়েছেন রাজ। তবে এবার নিজের নামে অ্যাকাউন্ট খুলেননি তিনি। খুলেছেন নিজেদের নতুন রেস্তোরাঁর নামে।
‘বিঞ্জ বাই বাস্তিয়ান’ নামে একটি নতুন রেস্তোরাঁ শুরু করছেন রাজ-শিল্পা। মুম্বাইয়ে পশ্চিম খার অঞ্চলে এই অভিজাত রেস্তোরাঁ খোলার ঘোষণা করতেই নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়েছেন রাজ। তবে আপাতত তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন।
মাস কয়েক আগে নীল ছবি বিতর্কে রাজ জামিন পাওয়ার পরে ধর্মকর্মে মন দিয়েছিলেন শিল্পা শেট্টি। স্বামীকে সঙ্গে নিয়ে বিভিন্ন মন্দিরে ঘুরতে দেখা গেছে শিল্পাকে। ৫ জানুয়ারি শিরডি সাইবাবার মন্দিরে স্বামীসহ শিল্পাকে পূজা দিতে দেখা গেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘সবার মালিক এক শ্রদ্ধা ও সবুরি ওম সাই রাম।’
নীল ছবি বিতর্কে জামিন পাওয়ার পর বেশ কয়েক মাস বিষয়টা নিয়ে মুখ খোলেননি রাজ কুন্দ্রা। তবে এক বিবৃতিতে রাজ দাবি করেন, নীল ছবি বিতর্কে তাঁকে ফাঁসানো হয়েছে। অনেক ভুয়া খবর ছড়াচ্ছে চারদিকে। তার নীরবতাকে দুর্বলতা বলে ধরে নিচ্ছে সবাই।
রাজের কথায়, ‘আমি বলতে চাই যে, আমি জীবনেও কখনো নীল ছবি তৈরি এবং ছড়িয়ে দেওয়াতে যুক্ত থাকিনি। পুরো বিষয়টায় আমাকে ফাঁসানো হয়েছে। আমি বিচারের মুখোমুখি হতে তৈরি। আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সত্যিটা সবার সামনে আসবেই।’