শিরিন শিলা এবং নায়লা নাঈমসহ আরও যারা নজরদারিতে
রাকিব হাসান:
একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তার বিশেষ মুহুর্ত ধারণ করেন—কথিত একজন মডেল অভিনেত্রী। পরে সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে, তার কাছ থেকে দাবি করা হয় বিপুল অঙ্কের টাকা। তবে, ওই কর্মকর্তা প্রভাবশালী মহলে বিষয়টি জানায়। মাঠে নামে গোয়েন্দারা। তাদের তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর এক চিত্র। রাজধানীতে অন্তত এক ডজন মডেল অভিনেত্রী নিজেদের ফাঁদে ফেলে, হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা!
এরই মধ্যে র্যাব ও ডিবির জালে আটক হয়েছে অন্তুত ৩ জন মডেল অভিনেত্রী। তালিকায় আছেন আরও ডজন খানেক। সূত্র বলছে, এই তালিকায় শীর্ষে আছে কয়েকটি নাম। এরা হলেন- চিত্রনায়িকা আঁচল, শিরিন শিলা, মডেল অহনা, মৃদুলা, পার্শা, মৌরি, শুভা, মানসি ও নায়লা নাঈম। এই তালিকায় আছে কয়েকজন কথিত চিত্রনায়কের নামও।
র্যাব জানায় , শিরিন শিলা মূলত বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের বান্ধবী হিসাবে পরিচিত ছিলেন। পরে ক্যাসিনো সম্রাটের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। সম্রাট তাকে এতটাই পছন্দ করতেন যে, সিঙ্গাপুর থেকে লাখ টাকার গয়না এনে দিতেন প্রায়ই।
অহনা, মৃদুলা ও নায়লা নাঈম- এই তিনজন র্যাবের নজরদারিতে আছেন। গ্রেপ্তার হতে পারেন যে কোনো সময়।
তবে শুধু নায়িকা বা মডেল নন। এই চক্রে জড়িত আছেন হাসান নামের একজন চিত্রনায়কও। তিনি ১০ বছরের বেশি সময় ধরে সিনেমা জগতের সঙ্গে নেই। তবে কাটাচ্ছেন বিলাসহুল জীবন। তার আয়ের মূল উৎস মধু ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে অর্থ আদায়।
সূত্র বলছে, রাজধানীর উচ্চবিত্ত শ্রেণিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই চক্রের সদস্যদের বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে গোয়েন্দাদের হাতে। যে কোন সময় এই তালিকায় থাকাদের আইনের আওতায় আনা হবে।