শাহরুখ ভক্ত থেকে সুপারস্টার কার্তিক
নাফিজা আক্তার
প্রথম থেকেই বলিউড কিং শাহরুখ খানের অসম্ভবভাবে ভক্ত ছিলেন কার্তিক আরিয়ান। এতটাই ভক্ত ছিলেন যে প্রথমবার মুম্বাই গিয়ে শাহরুখের বাড়ির গেটে তাকে দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন তিনি। কারণ প্রতি রোববার মন্নতের সামনে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে দেখা করতেন শাহরুখ। সেই খবর শুনেই দরজার গেটে হাজির হয়েছিলেন কার্তিক।
ভারতীয় একটি গণমাধ্যমকে এ বিষয়ে কার্তিক বলেন, সেদিন আসলে আমার কপাল ভালো ছিলো। শাহরুখ খান সেদিন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিলেন। সেই মুহূর্তটি কাজে লাগিয়েছে। সুযোগ পেয়েই একটি ছবি তুলে ফেলে ছিলাম।
শাহরুখকে কখনও এই সেলফি তোলার ব্যাপারটি কি বলেছেন কার্তিক? এমন প্রশ্নে কিছুটা হেসে জবাব দিলেন, ধুর! না, না। তাকে আর এসব বলিনি কখনও।
গত বছর রেড চিলিস প্রোডাকশনের হয়ে কাজ করার কথা ছিলো কার্তিকের। কিন্তু বর্তমানে সেই ব্যাপারে আর কোন সাড়াশব্দ পাওয়া যায়নি।
১৯৯০ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করেন কার্তিক আরিয়ান। অভিনয় ছাড়াও কার্তিক বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের প্রচার এবং দু’টি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহ-সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। আকর্ষণীয় চেহারার কারণে অনেক নারী ভক্তও রয়েছে তার। আর এই অভিনেতার বাড়ির সামনে প্রায়ই ভক্তদের ভিড় জমে।
ব্যক্তিগত জীবনে বেশ কয়েকবার কার্তিকের প্রেমের গুঞ্জন শোনা গেছে। এছাড়া এক ভক্তের সঙ্গে এই অভিনেতার বিয়ের কথাও চাউর হয়েছিল। তবে এসব গুঞ্জন হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমাখ্যাত এই অভিনেতা।