শামীম ওসমানের ম্যাজিক: ৮ বছরের জলাবদ্ধতা ৩ দিনে নিরসন
সাদাকালো নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২২ হাজার মানুষ প্রায় ৮ বছর ধরে পানিবন্দি। সম্প্রতি সেই এলাকায় পানি আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় ওয়ার্ডবাসী চরম দুর্ভোগে পড়ে। এ নিয়ে নারায়ণগঞ্জে তোলপাড় সৃষ্টি হলে এমপি শামীম ওসমান তিন দিনের মধ্যে ওই ওয়ার্ডের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন।
বুধবার বিকালে ফতুল্লার লালপুর জালাল হাজীর পুকুরে উচ্চ ক্ষমতাসম্পন্ন বুস্টার পানি নিষ্কাশন পাম্প স্থাপন করা হয়। এ পাম্প ৪নং ওয়ার্ড অর্থাৎ ডিএনডির অভ্যন্তর থেকে পানি টেনে বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশন করছে। এক ঘণ্টায় ওই পাম্পে যে পরিমাণ পানি নিষ্কাশন হয়েছে তাতে ওয়ার্ডবাসীর কাছে এটি একটি ম্যাজিকের মত মনে হচ্ছে।