শাফিন আহমেদ যেভাবে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হলেন
তানজিলা ফাহিম
ব্যান্ড তারকা শাফিন আহমেদ। গানের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। রাজনীতির মাঠে এবার আরও একধাপ এগিয়ে গেলেন জনপ্রিয় এই গায়ক। এবার শাফিন আহমেদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর দলটির চেয়ারম্যান জিএম কাদের এ দায়িত্ব দেন শাফিন আহমেদকে। নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক শাফিক আহমেদকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।
জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম জানান, সংগীতশিল্পী শাফিন আহমেদকে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে।
এর আগে ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন শাফিন আহমেদ। যদিও এরপর তাকে দলটির কার্মকান্ডে আর সক্রিয় দেখা যায়নি।
একই বছর চৌঠা ফেব্রুয়ারি ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেন শাফিন আহমেদ। দলটিতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম- উচ্চ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন তিনি। পরবর্তীতে ২০১৮ সালের ১৯ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের জাপায় যোগ দেন শাফিন আহমেদ।
বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী এবং সুরকার শাফিন আহমেদ। তিনি মাইলস ব্যান্ডের একজন সদস্য। বর্তমানে মাইলস এর বেজ গিটারিস্ট এবং গায়ক। ব্যান্ডের বাইরেও সলো ক্যারিয়ারে তাঁর খ্যাতি রয়েছে। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে গান গেয়েছেন এই শিল্পী।
শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। শিল্পী পরিবারে জন্ম নেয়ায় ছোট বেলা থেকেই গানের ভেতরেই বড় হযন শাফিন আহমেদ। বাবার কাছে শিখেছেন উচ্চাঙ্গ সঙ্গীত। মা শিখিয়েছেন নজরুলগীতি।
বড়ভাই হামিন আহমেদ-সহ পড়াশুনা করেছেন ইংল্যান্ডে। সেখানে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে শুরু করেন ব্যান্ড সঙ্গীত। গড়ে তোলেন মাইলস ব্যান্ড। এই ব্যান্ড বাংলাদেশের প্রথমদিকের ব্যান্ডদলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয়।
শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে আজ জন্মমদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও এবং ফিরে এলেনা অন্যতম।