শাকিবের পরে যুক্তরাষ্ট্রে অধরা, কিন্তু কেন?
নাফিজা আক্তার
বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে কিছুদিন আগে ঢাকাই চলচ্চিত্রের বেশ কিছু অভিনয়শিল্পী যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন, ঢালিউডের কিং খ্যাত শাকিব খান, শবনম ইয়াসমিন বুবলী, বাপ্পী চৌধুরীসহ আরও অনেকে। তবে শোবিজ অঙ্গনে প্রশ্ন উঠেছে নবাগত নায়িকা অধরা খান কেন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন?
ফিল্ম পাড়ার অনেকেই শাকিব খান ও অধরা খানের অবস্থান নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, শাকিব খানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। কিন্তু সেই চলচ্চিত্রের নায়িকা হবেন কে?
অনেকেই বলছেন, বাংলাদেশি নায়িকা দরকার হলে নিশ্চয় ভিসা জটিলতায় সেদিকে যাবেন না নির্মাতা হিমেল আশরাফ। এজন্য বলাই যায় হিমেল আশরাফ অধরাকেই নায়িকা হিসেবে বেছে নেবেন।
এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে অধরা খান বলেন, ‘আমি বর্তমানে লাস ভেগাসে অবস্থান করছি। এ মুহূর্তে শাকিব খানের সঙ্গে অভিনয়ের কোনো সম্ভাবনা নেই। তবে যদি সুযোগ আসে আমি নিজেই আপনাদের জানাবো।’
হঠাৎ যুক্তরাষ্ট্রে কেন গেছেন? এমন প্রশ্নের জবাবে অধরা খান বলেন, ‘বেড়াতে এসেছি। আমি যে ভ্রমণপ্রিয় মানুষ এটা সবাই জানে। অন্তত যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে তারাতো জানেই।’
অধরা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে মাসখানেকের টুর প্ল্যান করেছি। গত ১ জানুয়ারি নিউইয়র্ক থেকে লাস ভেগাসে এসেছি। এখানে গ্র্যান্ড ক্যানিয়ন পর্ব শেষ করবো ৫ জানুয়ারি। এরপর লস অ্যাঞ্জেলেসে যাবো। ৮ জানুয়ারি যাব মেক্সিকো, এরপর ১২ জানুয়ারি যাব সানফ্রান্সিসকো। এই ভ্রমণ শেষ হলেই দেশে ফিরে আসবো।’
এছাড়াও ৫ জানুয়ারি লাস ভেগাস থেকেই করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেবেন বলেও জানান অভিনয়শিল্পী।
সম্প্রতি মালদ্বীপ ও ভারতের বিভিন্ন রাজ্যে কলকাতার একটি সিনেমার শুটিংয়ের কাজ শেষ করেছেন অধরা। এই নায়িকা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নায়ক, মাতাল ও পাগলের মতো ভালোবাসি সিনেমায় কাজ করার মাধ্যমে। তার মুক্তি পাওয়া এসব সিনেমায় নিজের পারফরম্যান্সের কারণে এই করোনাকালেও বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। গত বছর করোনার প্রথম দিকে তিনি কাজ শুরু করেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘কোভিড নাইনটিন ইন বাংলাদেশ’ সিনেমার।