শপথে মিশা সওদাগরের উপস্থিতি নিয়ে যা বললেন জায়েদ খান
নাফিজা আক্তার
সম্প্রতি শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তারসহ অনেকেই শপথ নিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে গিয়ে চমক দেখান সভাপতি পদে পরাজিত প্রার্থী মিশা সওদাগর। জায়েদ খান মুখ ফিরিয়ে নিলেও ঠিকই আসেন মিশা।
ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। তিনি ছিলেন মিশা-জায়েদ প্যানেলের সভাপতি প্রার্থী। এই প্যানেল থেকে নির্বাচিতরা শপথ অনুষ্ঠানে ছিলেন না। রোববার অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ মিনিট আগেই ভিড় ঠেলে সামনে আসেন মিশা। চলচ্চিত্রের প্রতি ভালোবাসা আর ভ্রাতৃত্ববোধ দেখিয়ে খল নায়ক থেকে বাস্তবের নায়কে পরিণত হন তিনি।
বিষয়টি নিয়ে এরইমধ্যে গুঞ্জন উঠেছে – এ ঘটনায় মিশা সওদাগরের সঙ্গে জায়েদ খানের সম্পর্কে ফাটল ধরল কি না? মধুর সম্পর্ক কি তিক্ততায় রূপ নিচ্ছে। এমন গুঞ্জনকে ছাইচাপা দিতে মিশা সওদাগরের সেই কাজ সমর্থনই করলেন জায়েদ খান। জানালেন, শপথ অনুষ্ঠানে গিয়ে ঠিক কাজটাই করেছেন মিশা সওদাগর।
এ বিষয়ে এক গণমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘মিশা ভাই ভালো কাজ করেছেন। নিজের জায়গা থেকে সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। একজন শিল্পীর যেটা কাজ, তিনি সেটাই করেছেন। তিনি নায়কের মতো কাজ করেছেন। এটাই শিল্পীর দায়িত্বশীলতা। অন্যরাও হেরে গিয়ে মিশা ভাইয়ের মতো কাজ করলে আজ শিল্পীদের নিয়ে মানুষ প্রশংসা করতেন। আমাদের আদালতে যেতে হতো না। তাহলে শিল্পী সমিতি নিয়ে মানুষও হাসাহাসি করতে পারতেন না। আমি মিশা ভাইকে সাধুবাদ জানাই।’