শওকতের চাকরিচ্যুতির ব্যাখ্যা দিলো সিএমপি!
সাদাকালো নিউজ
ময়লার ভাগাড়ের পাশে পড়ে আছে ভারসাম্যহীন অসুস্থ রোগী। ওই রোগীর শরীর থেকে বের হচ্ছে উৎকট গন্ধ। এমন রোগী থেকে সবাই দূরে থাকলেও তাদের চিকিৎসা দিয়ে ভালো করে তুলতেন মানবিক পুলিশ সদস্য শওকত হোসেন। গত ১৬ই এপ্রিল সেই শওকতকে চাকরিচ্যুত করা হয়।
এদিকে শওকতের চাকরিচ্যুতির বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা। এ বিষয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
২৭ এপ্রিল মধ্যরাতে সিএমপির ফেসবুক পেজের পক্ষ থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়েছে। সেখানে শওকতের চাকরি থেকে বরখাস্ত করার আদেশ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, শওকতের বরখাস্ত করার বিষয়ে বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ পেয়েছে। যেখানে শুধু তার অতীত কার্যক্রমের বিষয়ে আলোকপাত করা হয়েছে। কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সে বিষয়টি তুলে ধরা হয়নি।
সিএমপির ওই পোস্টে আরও বলা হয়, শওকত ২০২১ সালের ৯ নভেম্বর থেকে ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত কর্মস্থলে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকেন। কোনো যৌক্তিক কারণ এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে উপস্থিত না থাকা যেকোনো শৃঙ্খলা বাহিনীর জন্য অপরাধ, যা চূড়ান্ত অসদাচরণ হিসেবে গণ্য।
এতে আরও বলা হয়, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি পুলিশ সদরদপ্তরের আদেশে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয় শওকতকে। সেখান থেকে একি বছরের ১৩ই মার্চ তাকে কুমিল্লা জেলায় বদলি করা হয়। তবে সেখানে তিনি যোগদান করেননি এবং রহস্যজনকভাবে অনুপস্থিত থাকেন। এ বিষয়ে কোনো তথ্যও কর্তৃপক্ষ বরাবরে পাঠাননি। পরবর্তীতে ৩৫৩ দিন পরে কুমিল্লা জেলায় যোগদান করেন।
সিএমপির ভাষ্য, সবমিলিয়ে ৪২৪ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন শওকত। এ নিয়ে তাকে তলবও করা হয়েছিলো। পরে তিনি অসুস্থতার কারণ জানালেও কোনো চিকিৎসা সনদ দেখাতে পারেননি। তবে কর্মস্থলে হাজির না থাকলেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। সেখানে তাকে শারীরিকভাবে অসুস্থও দেখা যায়নি।
পোস্টে সিএমপি আরও উল্লেখ করে, যিনি এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তিনি পুলিশের মতো একটি শৃঙ্খলা বাহিনীতে সংযুক্ত থাকতে পারেন না। এ ধরনের অপেশাদার, শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রমের পরেও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে তা প্রশাসনিকভাবে খারাপ নজির হিসেবেই গণ্য হতো। তাছাড়া তিনি নিজেই অভিযোগের ব্যাপারে আত্মসমর্থনমূলক বক্তব্যে নিজেকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে অভিহিত করেছেন।
এদিকে মানুষের সেবা করার জন্যই চাকরি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন মানবিক পুলিশ শওকত। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, কখনো ভালো কিছুর জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হয় ৷ তাই স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিলাম। ইনশাআল্লাহ মানবতার সেবায় শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব।