লৌহজংয়ে বনভোজন ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সাদাকালো নিউজ

মতিউর রহমান রিয়াদ
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লৌহজং টাইলস এন্ড সেনেটারীর উদ্যোগে শীতকালীন বনভোজন ও ফুটবল টুর্নামেন্ট ।
গতকাল শুক্রবার (০২ ডিসেম্বর) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাও ইউনিয়নের সুন্দিসার খেলার মাঠে ওই বনভোজন ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে অবস্থিত লৌহজং টাইলস এন্ড স্যানেটারী এবং সিরামিক প্যালেস এর উদ্যোগে এই বনভোজন ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।
লৌহজং টাইলস এন্ড সেনেটারী উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে মোট ০৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দলগুলো হলো- নুর ইসলাম টিম, সাগর টিম,রকি টিম,আনিছ টিম,সজীবুর রহমান টিম এবং এপোলো টিম।

ফাইনাল ম্যাচে টাইব্রেকারে সাগর টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে নুরুল ইসলাম টিম। উক্ত টুর্নামেেন্ট ম্যান অব দ্যা ম্যাচ হন তামিম।
খেলা শেষে খেলোয়ারদের মাঝে ক্রেস্ট এবং ট্রফি তুলে দেন বেজগাঁও ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ আবু তাহের মৃধাসহ বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ীগণ।
কর্মব্যস্ততার ফাঁকে দীর্ঘদিন পর বনভোজন ও ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী খেলোয়াড় এবং অতিথিসহ এলাকার সাধারন মানূষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দিসার খেলার মাঠ এক মিলনমেলায় পরিণত হয়।

খেলা শেষে বিশিষ্ট ব্যক্তিত্ব মোখতারুর রহমান মৃধা হাউসে ভুরিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।