লেনদেনের শীর্ষে বেক্সিমকো
সাদাকালো নিউজ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১১০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্র মতে কোম্পানিটি আজ ৭১ লাখ ৮১ হাজার ৯১৬টি শেয়ার হাতবদল করেছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ১৮ লাখ ৬৮ হাজার ৪১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিএটিবিসি। আর লেনদেন হয়েছে ২ লাখ ৭৯ হাজার ২৯৮টি শেয়ার, যার বাজার মূল্য ১৭ কোটি ৮ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ফার্মা, ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, ব্রাক ব্যাংক ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।