লুকিয়ে বিয়ে, বাড়ি ফিরতে গিয়ে অভিযানে আটক
সাদাকালো নিউজ ডেস্ক
কঠোর লকডাউন থাকায় লুকিয়ে বিয়ে করেছেন হাটহাজারী উপজেলার একটি মন্দিরে। কিন্তু লুকিয়ে আর বাড়ি যাওয়া হলো না নব-দম্পতির। বাড়ি যাওয়ার পথেই স্বামী-স্ত্রী ধরা খেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে। ২ জুলাই বিকেলে হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নব-দম্পতির সঙ্গে থাকা আরও দুজন এ সময় ধরা পড়েন। পরে তাদের সাতদিন ঘরে থাকার শর্তে ছেড়ে দেয়া হয়।