শোবিজে মা হওয়ার হিড়িক তিশা-পরীমণি, এরপর কে?
নাফিজা আক্তার
সম্প্রতি শোবিজ অঙ্গনে একের পর এক সুসংবাদ দিচ্ছেন অভিনেত্রীরা। কারও কারও কোল জুড়ে এরই মধ্যে এসেছে সন্তান। অনেকে আবার দিন গুনছেন অনাগত সন্তানের প্রতীক্ষায়। সবশেষ ১০ জানুয়ারি মা হচ্ছেন বলে জানালেন চিত্রনায়িকা পরীমণি। এমন খবর তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। পরীমণি বলেন, ‘মা হতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চিকিৎসকের কাছে গেলে সুখবরটি পাই। তখন মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী আমি। আমার ডানা গজিয়েছে। আমি উড়ছি।’
নায়িকা পরীমণির হাসপাতাল থেকে বের হওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা শরিফুল রাজ। ক্যাপশনে তিনি লিখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরীমণি।’
পরীমণি বলেন, ‘কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। এমন খবরে আমি আর রাজ দুজনেই অন্য এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। খবরটি পাওয়ার পর দুজনের চোখেই পানি চলে এসেছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
এদিকে এই সুখবর জানানোর আগেই অনাগত সন্তানের নাম ঠিক করে রেখেছেন রাজ-পরী দম্পতি। তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মেয়ে হলে নাম রাখবেন ‘রাণী’ ছেলে হলে নাম রাখবেন ‘রাজ্য’।
এর আগে গত পয়লা জুলাই প্রথমবারের মতো মা হন ‘আয়নাবাজি’-খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন তিনি। দীর্ঘ ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় জোবাইদুল হক রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেম হয়। ২০১৮ সালে বিয়ে করেন তারা। এই দম্পতি তাদের কন্যার নাম রেখেছেন মালহার মাসুমা হক স্মিহা।
গত ২৪ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হন জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। শখ তার মেয়ের নাম রেখেছেন আলিফ রহমান।
গেল সপ্তাহে রাজধানীর একটি হাসপাতালে জনপ্রিয় তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকীর ঘর আলো করে প্রথম কন্যা সন্তান। ৫ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন তিশা। তিশা ও ফারুকী মেয়ের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী। নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথম সন্তান ইলহাম নুসরাত ফারুকী।
সম্প্রতি ওমরাহ শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কাজও শুরু করেছিলেন। তবে তিনি আলোচনায় আসেন মা হওয়ার ইঙ্গিত দিয়ে। ৩ জানুয়ারি সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করেন মাহি। যেগুলো দেখে অনেকেই ভাবছেন নায়িকা মা হতে চলেছেন। নতুন বছরে নতুন অতিথি আসতে চলেছে মাহি-রাকিবের সংসারে। এর পরপরই মাহির মা হওয়ার গুঞ্জনটি আরও বেড়ে যায় নায়িকার নতুন আরেক স্ট্যাটাসে। সেখানে তিনি লিখেছেন, ‘এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো।’
ব্যস! এরপর ‘মা হচ্ছেন মাহি!’ শিরোনাম দিয়ে দেশের কয়েকটি গণমাধ্যম খবর প্রচার করে। শেয়ার করা একটি প্রতিবেদনের নিচে মাহি নিজেই কমেন্ট বক্সে লিখেন, ‘রং ইনফরমেশন’।
মন্তব্য করুন :
