মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু
নাফিজা আক্তার
জম্মু-কাশ্মীরের একটি মন্দিরে ভক্তদের প্রচণ্ড ভিড়ের কারণে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। ১ জানুয়ারি সংবাদ সংস্থা এএনআই তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রাত পৌনে ৩টার দিকে কাটারার বিখ্যাত বৈষ্ণদেবী মন্দিরে এ ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে বেশ কয়েকজন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং একজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ বলেন, বৈষ্ণদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাত পৌনে তিনটার দিকে ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা পরস্পরের দিকে তেড়ে যান। ফলে পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক জানিয়ে একটি টুইট করেছেন সেখানে তিনি নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে লিখেন, মাতা বৈষ্ণদেবী ভবনে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক।
এদিকে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে তাৎক্ষণিক সাহায্যের ঘোষণা দিয়েছে মোদি সরকার।
জম্মু-কাশ্মীরের এই বৈষ্ণদেবী মন্দিরে প্রতি বছর ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় হয়। বৈষ্ণদেবীর দর্শন পেতে কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪-১৫ কিলোমিটার যেতে হয়। তবে মন্দিরের ভেতরের পথটা বিস্তৃত নয়।
মন্তব্য করুন :
