বিতর্কের মাঝেই ফের খোলামেলা পোশাকে দীপিকা!
নাফিজা আক্তার
বর্তমানে ‘গেহরাইয়া’ সিনেমার প্রচারে ব্যস্তসময় পার করছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমার প্রচারে একের পর এক সাহসী পোশাকে ক্যামেরায় ধরা দিচ্ছেন এ অভিনেত্রী। এজন্য অবশ্য তাকে প্রশংসার পাশাপাশি অনেক সমালোচনাও সহ্য করতে হচ্ছে।
কিন্তু এ অভিনেত্রীতো আর চুপ থাকার মানুষ নন। চলমান সেই পোশাক বিতর্কের মাঝেই ফের সাহসী পোশাকে ধরা দিলেন দীপিকা। সম্প্রতি বন্ধুদের সঙ্গে ডিনার ডেটে দেখা গেছে এ অভিনেত্রীকে। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জির লেন্সবন্দি হন তিনি। এদিনও বেশ জমকালো পোশাকে ধরা দেন দীপিকা। পরনে সাটিন কাপড়ের কালো শর্ট গাউন। দীপিকার এই লুক এখন দারুণ চর্চায়।
এছাড়া কানে মেটালিক হুপ কানের দুল এবং পায়ে কালো হাই হিলযুক্ত শু। এদিন খুব হালকা মেকআপ করেন তিনি। বরাবরই সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত দীপিকা পাড়ুকোন। অনস্ক্রিন হোক কিংবা ব্যক্তিগত জীবন, সবখানেই ‘সাহসী’ এই তারকা।
