নতুন ঘোষণায় চমকে দিলেন হিরো আলম
নাফিজা আক্তার
বিশ্বের যেখানেই কোন কিছু ভাইরাল হয় সেটার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করে আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে এবার ২০২২ সালের প্রথম দিন নতুন একটি ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। জানিয়েছেন, আবারও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে অংশ নেবেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন হিরো আলম। সেখানে তিনি লিখেন, ‘নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। আগামী সংসদ নির্বাচনে আমি হিরো আলম আবারও আসতেছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।’
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করেন হিরো আলম। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক পেয়েছিলেন তিনি। তার আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১২ হাজার ৮১।
ওই নির্বাচনের আগে হিরো আলম বলেছিলেন, সুষ্ঠু ভোট হলে তার জয় কেউ ঠেকাতে পারবে না। কিন্তু নির্বাচনের পর হিরো আলমের সিংহ মার্কা মাত্র ৬৩৮ ভোট পেয়েছিল।
বগুড়ার এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম। স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ে আলমকে নেমে পড়তে হয় জীবিকা নির্বাহের তাগিদে। সিডি বিক্রি থেকে ডিশ ব্যবসায় হাত দিয়ে সফলতা অর্জন করেন আলম। মাসে আয় করতেন ৫০ হাজার টাকা। অনেক আগে থেকেই মডেল হওয়ার ইচ্ছা ছিলো হিরো আলমের।
এর আগে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচন সম্পর্কে হিরো আলম বলেন, ‘আমি এবার কিছু ভোটে হেরেছি। এর আগেরবারও হেরেছিলাম অল্প ভোটে। তবে এলাকার মানুষের ভালোবাসার জন্য আমি আরেকবার নির্বাচন করবো। আমি বলেছিলাম আর দাঁড়াবো না, কিন্তু ভালোবাসার জন্য পরেরবার আরেকবার দাঁড়াবো।’
মন্তব্য করুন :
