নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নেতৃত্বে অমিতোষ-সোহেল
সাদাকালো নিউজ ডেস্ক:
২০২২-২৩, এই দুই বছরের জন্য নতুন নেতৃত্বে পেয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ-ইউ/ডি/জে/এফ/বি। এতে দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল সভাপতি এবং ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সোহেল মামুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
শনিবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন দৈনিক নয়া দিগন্তের খালিদ সাইফুল্লাহ, দৈনিক সময়ের আলোর ফয়সাল খান হন যুগ্ম-সম্পাদক, ইংরেজি দৈনিক দ্য বিজনেস পোস্টের রাশেদ আহমেদ অর্থ সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদের হাসান ইমন সাংগঠনিক সম্পাদক, দৈনিক ইনকিলাবের ইয়াছিন রানা দফতর সম্পাদক, বেসরকারি টেলিভিশন আরটিভির বিল্লাল হোসেন সাগর কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক, বাংলাদেশ টেলিভিশনের মাসুদ রানা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এবং ইংরেজি দৈনিক ডেইলি সানের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল হাসান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের জাফর ইকবাল, দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল, দৈনিক মানবজমিনের নূরে আলম জিকু, বেসরকারি টেলিভিশন আরটিভির ফারুক আলম এবং দেশের প্রথম অডিও-ভিজ্যুয়াল নিউজপোর্টাল সাদাকালোডটনিউজ-এর জহুরা আক্তার।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তিন সদস্যের নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বেসরকারি টেলিভিশন যমুনার বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। অপর দুই কমিশনার সংগঠনের বর্তমান কমিটির সভাপতি মতিন আব্দুল্লাহ এবং দৈনিক জনতার জাহাঙ্গীর খান বাবু।
নতুন কমিটি ঘোষণার আগে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ। এই সভায় ২০২০-২১, এই দুই বছর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন :
