চলচ্চিত্রে অবাঞ্চিত জায়েদ খান?
এ মুহূর্তে সিনেপাড়ার গুঞ্জন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বিতর্কের জেরে চিত্রনায়ক জায়েদ খানকে অবাঞ্চিত ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এমনকি এই নায়কের সঙ্গে কেউ যদি কাজ করে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে- এমন খবরও ছড়িয়েছে। কিন্তু এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না কেউ।
অনেকে আবার এই খবরকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে জানান, ১৮ সংগঠন বৈঠক করেছে ঠিকই, কিন্তু সেখানে জায়েদ খানকে বাদ দেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
সোহানের কথায়, ‘মঙ্গলবার আমরা ১৮ সংগঠনের প্রধান নেতারা বসেছিলাম। আমাদের মধ্যে কাউকে বয়কট সংক্রান্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আমাদের ১৮ সংগঠনের মুখপাত্র আলমগীর ভাই এ বিষয়ে আগামী ১৪ তারিখে ব্রিফ করবেন। এর মধ্যে জায়েদ খানকে কেন্দ্র করে আমাদের নামে কোনো গুজব ছড়ালে ব্রিবতকর পরিস্থিতিতে পড়তে হবে। আমরা বুঝে-শুনেই সিদ্ধান্ত নিব।’
এদিকে মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চিত্রগ্রাহক সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান মজনু এবং শিল্পী সমিতির আজীবন সদস্য অভিনেতা আলমগীর, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিকসহ চলচ্চিত্রের অন্য সংগঠনগুলোর নেতা-সদস্যরা। তাদেরই অনেকে নিশ্চিত করেছেন, জায়েদ খানের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এই বিষয়ে মুখ খুলতে মানা।
মন্তব্য করুন :
