ক্যাটরিনার নায়ক বিজয় সেতুপতি
নাফিজা আক্তার
বর্তমানে বলিউডে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকার অন্যতম হলেন ক্যাটরিনা কাইফ। গেল বছর বিরাট ধুমধাম করে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন তিনি। বিয়ের সেই আমেজ কাটিয়ে তিনি ফিরেছেন কাজে। এর পর থেকে একের পর এক সিনেমা প্রজেক্টে নাম লেখাতে শুরু করেছেন এই অভিনেত্রী।
এবার শ্রীরাম রাঘবনের ছবিতে নায়িকা হতে চলেছেন অভিনেত্রী। আর এই ছবিতে তার বিপরীতে কোনো বলিউডের অভিনেতা থাকছেন না। সেখানে দেখা যাবে দক্ষিণের নাম করা সুপারস্টার বিজয় সেতুপতিকে।
কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিলো, মহামারির কারণে পরিচালক শ্রীরামের বিগ বাজেটের ছবি ‘এক্কিশ’–এর কাজ আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। এই ছবির মূল চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ানকে।
এর আগে শ্রীরামের আসন্ন এই প্রজেক্ট ঘোষণার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে সিনেমার টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন ক্যাটরিনা। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘নতুন সূচনা। বড়দিনে পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে সেটে ফিরলাম। আমি সব সময় শ্রীরাম স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছি। সিনেমায় থ্রিলার দেখানোর ক্ষেত্রে তিনি মাস্টার এবং তার পরিচালনায় কাজ করা আমার জন্য সম্মানের।’
এদিকে বিজয় সেতুপতি জানিয়েছেন, ক্যাটরিনা কাইফের সঙ্গে কখনো দেখা হয়নি তার। আর এটাতে কোনো সমস্যাও দেখছেন না অভিনেতা।
তিনি বলেন, আমি অনেক সহ-অভিনেতার সঙ্গে কাজ করেছি যাদের সঙ্গে আমার আগে কখনো দেখা হয়নি। তবে এটা বিষয় না, গুরুত্বপূর্ণ হল, একটি সাধারণ ভিত্তি খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কাজ করা। আমি এই ছবিতে সাইন করেছি কারণ আমি স্ক্রিপ্ট পছন্দ করেছি। আমি নিজেও ক্যাটরিনা ও পরিচালক শ্রীরামের সাথে কাজ করতে চাই।’
