কে এই নতুন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল?
সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। অপর চার নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাঁদের নিয়োগ দিয়েছেন। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয় সবশেষ ইসির মেয়াদ। দেশ স্বাধীনের পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হল। এজন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সবশেষ ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। এছাড়াও তিনি আইন ও ধর্ম মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন। হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে স্বল্প সময়ের জন্য সচিবের দায়িত্বে ছিলেন।
কাজী হাবিবুল আউয়াল একজন দক্ষ, মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পরও সেই চুক্তিভিত্তিক নিয়োগে থাকেননি। ব্যক্তিগতভাবে তিনি একজন কর্মঠ, সৎ এবং ব্যক্তিত্ববান মানুষ হিসেবে পরিচিত। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের সন্তান কাজী হাবিবুল আউয়াল লেখালেখিও করেন। জীবন পাতার জলছাপ ও ট্রাজেকটরি অব এ জুডিশিয়াল অফিসার তাঁর উল্লেখযোগ্য বই। হাবিবুল আউয়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৭৮ সালে মাস্টার্স করেন। ১৯৮১ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন তিনি। বর্তমানে ব্রাক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা করছেন।
মন্তব্য করুন :
