অবশেষে শ্বশুরবাড়ি যাচ্ছেন অপু বিশ্বাস!
নাফিজা আক্তার
শিরোনাম পড়েই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ব্যক্তিজীবন মেলানোর কিছু নেই। কারণ ২০১৮ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার শুটিং শুরু করেছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ চার বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সেই হিসেব কসলে ৪ বছর পর ‘শ্বশুরবাড়ি’ যাচ্ছেন অপু বিশ্বাস।
দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।
জানা গেছে, আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তার একদিন পরেই ১২ ফেব্রুয়ারি নিউইয়র্কের বোম্বে থিয়েটারে সিনেমাটির প্রিমিয়ার হবে। সেখানকার স্থানীয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপভোগ করা যাবে বড় পর্দায় অপু-বাপ্পীর প্রেমের গল্প!
বিজ্ঞাপন
মন্তব্য করুন :
