লিবিয়ার কারাগার থেকে ফিরলেন ২৭০ বাংলাদেশি
সাদাকালো নিউজ
অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় আটকা পড়া ২৭০ জন বাংলাদেশি দেশটির কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে হাজী ক্যাম্পে অবস্থান করছেন।
শনিবার (১২ মার্চ) রাতে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান।
মজিদ খান বলেন, অবৈধপথে লিবিয়ায় পৌঁছানোর পর দেশটির পুলিশ তাদের গ্রেপ্তার করে। সম্প্রতি তারা আমার শরণাপন্ন হলে আমি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করি। এ বিষয়ে তারা কূটনৈতিক প্রক্রিয়ায় ২৭০ জন বাঙালিকে লিবিয়ার কারাগার থেকে মুক্ত করেছেন।
শনিবার দেশে ফিরে এখন তারা ঢাকায় হাজী ক্যাম্পে অবস্থান করছেন। শিগগিরই প্রবাসীদের যার যার বাড়ি পাঠানো হবে বলে জানান মজিদ খান।