লঙ্কানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
সাদাকালো নিউজ

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রীলঙ্কার ক্যাপ্টেন দাসুন শাকানা জানিয়েছেন টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।
নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন আনা হয়েছে। মার্ক চ্যাপম্যানের পরিবর্তে একাদশে এসেছেন অলরাউন্ডার ড্যারিল মিচেল। অন্যদিকে শ্রীলঙ্কাও দলে একটি পরিবর্তন এনেছে। ইনজুরিতে পড়া বিনুরা ফার্নান্দোর পরিবর্তে খেলছেন কাসুন রাজিথা।
সিডনির এই মাঠটি ব্যাটসম্যানদের জন্য বেশ সহায়ক। এই মাঠে নিউ জিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ও দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে দুই শতাধিক রান করেছিল। এছাড়া ভারত আগে ব্যাট করে ১৭৯ রান করেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে।
নিউজিল্যান্ডের একাদশ:
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কার একাদশ:
কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।