রেলস্টেশন প্লাটফর্মে জন্ম নেয়া নবজাতকের নাম রাখা হলো ‘শাহ জামাল’
সাদাকালো নিউজ
জামালপুর রেলস্টেশনের প্লাটফর্মে ফুটফুটে এক নবজাতকের জন্ম দিয়েছেন সীমা বেগম নামে এক যাত্রী। জামালপুর জেলার নামের সঙ্গে মিল রেখে ওই নবজাতকের নাম রাখা হয়েছে ‘শাহ জামাল’। বিষয়টি নিয়ে জামালপুর শহরে চলছে মুখরোচক আলোচনা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) গাজীপুর থেকে আসা কমিউটার ট্রেনের ওই যাত্রী ট্রেন থেকে নামার পরপরই জামালপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এই নবজাতকের জন্ম দেন।
রেলওয়ে স্টেশন প্লাটফর্মে নবজাতক জন্ম দেয়া নারী সীমা বেগমের স্বামী শহিজল বলেন, তার আরও ২ ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে শাহিন (১৮) ও ছোট ছেলে সজিব (১৩)। পরিবার নিয়ে তিনি গাজীপুরে বসবাস করেন। তিনি গাজীপুরে কাঠমিস্ত্রির কাজ করেন। বড় ছেলে বেসরকারি একটি সংস্থায় চাকরি করে।
তার স্ত্রী সীমা বেগম বিডি ফুডে চাকরি করেন। সে ১০ মাসের গর্ভবতী ছিল। ৬ মাসের মাতৃকালীন ছুটি নিয়ে বৃহস্পতিবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর কালিকাপুর মাটিয়াখোলা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে কমিউটার ট্রেনে ওঠেন। ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে পৌঁছালে তার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়। ভেবেছিলেন দেওয়ানগঞ্জের নিজ বাড়িতে পৌঁছে যাবেন। কিন্তু ট্রেন জামালপুর স্টেশনে পৌঁছালে প্রসব ব্যথা বেড়ে যায়।
এ অবস্থায় তাকে কোনোমতে স্টেশন প্লাটফর্মে নামানো হয়। পরে জামালপুর রেলওয়ে পুলিশ এবং তৃতীয় লিঙ্গের কয়েকজন মিলে কাপড় টাঙিয়ে তাকে ঘিরে ফেলে। রেলওয়ে থানা পুলিশের সহায়তায় জামালপুর জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক এসে নবজাতকটি প্রসব করায়। স্থানীয় উৎসুক মানুষ জেলার নামের সঙ্গে মিল করে নবজাতকের নাম রাখেন ‘শাহ জামালপুর’। পরে ওইদিন বিকেলে নবজাতক নিয়ে মা-বাবা নিজ বাড়ি দেওয়ানগঞ্জে চলে যান। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ ও ভাল আছেন।