রাশিয়ায় লাইভ স্ট্রিমিং বন্ধ করল টিকটক, কার্যক্রম স্থগিত নেটফ্লিক্সের
সাদাকালো নিউজ
ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক হামলা শুরু পর থেকে এখন পর্যন্ত আর্থিক লেনদেনের বৈশ্বিক ব্যবস্থা সুইফট থেকে বাদ দেয়া হয়েছে রাশিয়ার কয়েকটি ব্যাংক। বন্ধ করে দেওয়া হয়েছে স্বয়ংক্রিয় লেনদেন-ব্যবস্থা ভিসা ও মাস্টার কার্ডের সেবা। পাশাপাশি কার্যক্রম গুটিয়ে নিয়েছে মাইক্রোসফট ও স্যামসাংসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান।
সেই ধারাবাহিকতায়, এবার রাশিয়ায় সকল কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। একইসাথে চীনা প্রতিষ্ঠান জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও রাশিয়ায় লাইভ স্ট্রিমিং ও নতুন কনটেন্ট আপলোড স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
সোমাবার (৭ মার্চ) বিবিসি অনলাইন লাইভের সূত্রে এসব তথ্য জানা যায়।
রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিপক্ষে অবস্থান নেয়। রাশিয়াকে আর্থিকভাবে কোণঠাসা করার জন্য বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-ঘনিষ্ঠ ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চলছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। তাছাড়া জব্দ করা হচ্ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বসবাসরত রাশিয়ান নাগরিকদের সম্পদ।