রাশিয়ার দখলের পথে ইউক্রেনের প্রধান বন্দর ওডেশা
সাদাকালো নিউজ
রাশিয়া গত সাত দিন ধরে ইউক্রেনের কয়েকটি শহর দখল করে নিয়েছে। দেশটির অন্যতম বড় শহর খেরসন এরি মধ্যে রাশিয়ার দখলে। খেরসন শহরটি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৩০০ মাইল দক্ষিণে অবস্থিত, আর এই নগরীতে বাস করে প্রায় তিন লাখ নাগরিক।
শুধু তাই নয়, শহরটি দখল করে এরই মধ্যে প্রশাসনিক দপ্তরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। ঠিক এই অবস্থায় সেখানকার মেয়র নাগরিকদের জীবন বাঁচানোর প্রয়োজনে রুশ সেনাদের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক এই অভিযানে ইউক্রেনের কয়েকটি শহর দখলের পর এবার দেশটির প্রধান ও সবচেয়ে বড় নৌবন্দর ওডেশা দখলের সব প্রস্তুতি সম্পন্ন করেছে রুশ সেনাবাহিনী। স্থলপথে আক্রমণের পর তারা এখন জলপথে আক্রমণের দিকে যাচ্ছে।
আর এই কারণেই বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, ইউক্রেনের প্রধান ও সবচেয়ে বড় নৌবন্দর ওডেশা দখল এখন শুধু সময়ের অপেক্ষা।
এদিকে ওডেশা শহরের মেয়র গেনাডি ট্রুখানভ বলছেন, রুশ হামলার পুরোপুরি জবাব দিতে প্রস্তুত ওডেশা। সোভিয়েত আমল থেকে ইউক্রেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শহর ইউক্রেনের তৃতীয় বৃহত্তম। যা দেশের সবচেয়ে বড় বন্দর শহর ও অর্থনীতির অন্যতম মেরুদণ্ড হিসেবে পরিচিত।
আজ থেকে প্রায় তিনশ বছর আগে ওডেশা শহরটি প্রতিষ্ঠিত হয়। যা একাধারে রাশিয়ান সাম্রাজ্যের একটি মুকুট রত্ন এবং সোভিয়েত ইউনিয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর।